jharkhandi mahadev temple, most powerful Shiva temple, the biggest temple of Mahadev, Anindya, অনিন্দ্য।
![]() |
| ঝাড়খণ্ডেশ্বর শিব মন্দির |
কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীতে এখনো এমন একটি শিব মন্দির (শিবলিঙ্গ) রয়েছে যা হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও পূজা করে থাকে।
বিশ্বজুড়ে হিন্দু মন্দির গুলোর রয়েছে রহস্যের অসীম ভান্ডার। আর রহস্য কথাটা শুনলেই আমাদের জানার ইচ্ছাটা আরও বেড়ে যায়, আর সেটা যদি হয় মন্দির সম্পর্কিত কোনো রহস্য, তাহলে তো আর কোনো কথায় নেই।
বন্ধুরা অনিন্দ্যের এই আয়োজনে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই এক রহস্যময় মন্দিরের তথ্য, যে মন্দিরে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের লোকেরাই পুজো করে থাকেন।
![]() |
| ঝাড়খণ্ডেশ্বর শিব মন্দিরের স্বয়ম্ভু শিবলিঙ্গ |
ঝাড়খণ্ডেশ্বর শিব মন্দির
উত্তরপ্রদেশের গোরখপুর জেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডেশ্বর শিব নামে একটি মহাদেবের মন্দির রয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গে একটি কালমা/কালেমা খোদাই করা হয়েছে, যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত, তাই হিন্দুদের মতোই সেই শিবলিঙ্গের প্রতি মুসলমানদেরও বিশ্বাস রয়েছে।
আরও পড়ুনঃ- All Hindu Festivals Date & Time
![]() |
| কালেমা খোদাই করা সেই শিবলিঙ্গ |
কিন্তু এখন ভাবার বিষয় হল এই শিবলিঙ্গে কে এবং কেন কালমা টি খোদাই করিয়েছেন?
আসলে, এই শিবলিঙ্গ একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। অর্থাৎ, এটি পৃথিবী থেকেই বেরিয়ে এসেছে, তাই এই শিবলিঙ্গ টি খুবই জাগ্রত ও পবিত্র। মহম্মদ গজনভি ভারতে এসে মহাদেবের এই শিবলিঙ্গটি চুরি করার চেষ্টা করেন, কিন্তু সে শিবলিঙ্গটি নিতে না পেরে তিনি শিবলিঙ্গের উপরেই উর্দু ভাষায় একটি কলমা উলকি করে দেন, যাতে হিন্দুরা এটির পূজা করতে না পারে।
কিন্তু ঘটল উল্টো, সেই শিবলিঙ্গের প্রতি হিন্দুদের বিশ্বাস কমেনি, মুসলমানদের কাছেও সেই শিবলিঙ্গ পূজনীয় হয়ে উঠেছে। কারণ তার মধ্যে একটি অত্যন্ত পবিত্র কলমা খোদায় করে লেখা হয়েছে। তাই আজও সেই শিবলিঙ্গ হিন্দুদের পাশাপাশি মুসলমানরাও পূজা করে থাকেন।
আপনার কাছে এই মন্দিরে তথ্যটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুনঃ- সকল একাদশীর ব্রত মাহাত্ম্য
এই আর্টিকেলটি শেয়ার করে আপনার প্রিয়জনদের ও এই রহস্যময় মন্দির সম্পর্কে জানার সুযোগ করে দিন।



